নেত্রকোনার কলমাকান্দায় নবম শ্রেণির ছাত্র সাগর হত্যার বিচার চেয়ে বিক্ষোভ করেছে সহপাঠী ও এলাকাবাসী।
আজ বুধবার দুপুরে জেলার বারহাট্টা উপজেলার হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভ মিছিল নিয়ে আসে বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাগরের সহপাঠীরা। তাদের সাথে শতাধিক এলাকাবাসীও বিক্ষোভে অংশ নিয়ে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
এসময় সাগরের স্বজনদের অভিযোগ, সহপাঠীর সাথে প্রেম হওয়ায় সাগরকে তার ভাই ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও এলাকাবাসী।
এর আগে কলমাকান্দা থানায় মঙ্গলবার রাতে সাগরের বাবা শাহর আলী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সাগর মিয়া কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের রামপুর গ্রামের এবং হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। গত শুক্রবার রাতে নিখোঁজ হন। এরপর রবিবার বিকালে উপজেলার গুমাই নদীরসংলগ্ন জাঙ্গিয়ার হাওরে ভাসতে থাকা তার লাশ উদ্ধার করে পুলিশ। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্ত করা হয়েছে। একটি মামলাও দায়ের হয়েছে। আমরা এজাহার নামীয় আসামীদের গ্রেফতারের চেষ্টা করছি।
বিডি প্রতিদিন/নাজমুল