সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ট্রাকের ধাক্কায় আবুল কালাম আজাদ নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার ভোর বেলা উপজেলার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম দেবহাটা উপজেলার নারিকেলি গ্রামের পিয়ার আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবহাটা থানার উপ-পরিদর্শক মো. আইনুদ্দিন।
তিনি জানান, আখ ব্যবসায়ী আবুল কালাম বুধবার ভোরে ভ্যানে আখের বোঝা তোলার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এসময় কালিগঞ্জ থেকে সাতক্ষীরাগামী একটি দ্রুতগতির খালি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা মেরে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এমআই