কিশোরগঞ্জের নিকলীতে ধনু নদীতে গোসল করতে নেমে সাফায়েত (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বুধবার দুপুরে সিংপুর ইউনিয়নের বড়হাটি গ্রামে ঘটনাটি ঘটে।
নিখোঁজ সাফায়েত সিংপুর ইউনিয়নের বড়হাটি গ্রামের মজনু মিয়ার ছেলে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী জানান, ঘটনার খবর পেয়ে চার সদস্যের একটি ডুবুরি দল পাঠানো হয়েছে। এছাড়াও পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল শিশুটিকে উদ্ধারে কাজ করছে।
বিডি প্রতিদিন/এএ