সারাদেশে একযোগে বোমা বিস্ফোরণসহ সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ। বুধবার সকালে এসএস রোডস্থ জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমাবেশের আয়োজন করে।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, নারী নেত্রী জান্নাত আরা তালুকদার হেনরীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও জেলার ৯টি উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই