গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার হলরুমে বুধবার দুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ অনুষ্ঠান হয়েছে।
ডিভাইস বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম। এ ছাড়া অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিলারা রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
বিডি প্রতিদিন/আবু জাফর