নাটোর শহরের কমলা সুপার মার্কেটে ৬টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোররা মালামাল না নিলেও দোকানের ক্যাশ বাক্স ভেঙে লক্ষাধিক টাকা নিয়েছে বলে দাবি করছে ভুক্তভোগীরা।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, বুধবার ভোরে শহরের প্রাণকেন্দ্র কমলা সুপার মার্কেটে দুজন চোর ৬টি দোকানের সাটার কেটে দোকানে প্রবেশ করে। এসময় দোকানের ক্যাশ বাক্স ভেঙে টাকা লুট করে নেয়। এছাড়া উত্তরা সুপার মার্কেটে সৈকত চৌধুরীর দুটি দোকানের সাটার কেটে প্রবেশে ব্যর্থ হয় তারা।
পুলিশ চোরদের শনাক্তে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। পরে খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। খুব দ্রুত সংঘবদ্ধ চোরদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই