দেশের বিভিন্ন স্থানে সিরিজ বোমা হামলার প্রতিবাদে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জেলা শাখার উদ্যোগে অ্যাডভোকেট বার সমিতির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের। এ সময় আওয়ামী আইনজীবী পরিষদের অন্যন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট আদালত চত্বর, সরকারি-আধা সরকারি অফিস ও রাষ্ট্রদূত ভবনের সামনেসহ দেশের বিভিন্ন জায়গায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। এতে অনেকেই নিহত ও আহত হয়েছে। দেশে যাতে আর মৌলবাদী শক্তি মাথা চারা দিতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
বিডি প্রতিদিন/এমআই