চুয়াডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। বুধবার দুপুরে জেলা সদরের বদরগঞ্জ ও ছয়মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ঝিনাইদহের হিংগারপাড়া গ্রামের হাসনাত কবির দিপু (৩৫) ও চুয়াডাঙ্গার নবীননগর গ্রামের মফিজ উদ্দিন (৪০)।
স্থানীয়রা জানায়, দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলা নীলমণিগঞ্জের বোনের বাড়ি থেকে মোটরসাইকেলে নিজ গ্রাম হিংগারপাড়ায় ফিরছিলেন হাসান কবির দিপু। পথে ছয়মাইল নামক স্থানে ঢাকা ফেরত একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন তিনি।
অপরদিকে, দুপুরে ঝিনাইদহ থেকে ভটভটিতে নিজ গ্রাম নবীননগরে ফিরছিলেন মফিজ উদ্দিন। পথে বদরগঞ্জ কৃষি ফার্মের কাছে তাদের ভটভটি উল্টে যায়। এতে মারাত্মক আহত হন তিনি। স্থানীয়রা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিডি প্রতিদিন/এমআই