ওজনে কারচুপির দায়ে বগুড়ার নন্দীগ্রামে একটি পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় দুটি দোকানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার দুপুরে নন্দীগ্রাম উপজেলার শিমলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত।
জানা যায়, উপজেলার শিমলা বাজারে চৌধুরী ফিলিং স্টেশনে পেট্রোল প্রতি ১০ লিটারে ৪০০ মিলি লিটার কম ও ডিজেলে ২০০ মিলি লিটার কম ওজন দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ওজনে কারচুপি করায় আলী ও শাহনুর রহমানের মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই