২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা আওয়ামী লীগ।
আজ বুধবার বিকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেকের নেতৃত্বে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ও সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর