নাটোরের আব্দুলপুর রেল স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে লালপুর উপজেলার আব্দুলপুর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে, ট্রেনটি বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রাজশাহী থেকে ছেড়েছিল। আব্দুলপুর রেলস্টেশন মাস্টার জিয়া উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক