ঢাকা-খুলনা মহাসড়কের বঙ্গবন্ধু স্কোয়ারে (সাবেক রাজবাড়ী রাস্তার মোড়) ৫০ ফুট উচ্চতার ‘বঙ্গবন্ধু টাওয়ার’ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে এ কাজের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, চেম্বার অব কমার্সের পরিচালক আলী আশরাফ পিয়ার, জেলা শ্রমিক লীগের আহবায়ক গোলাম মো. নাছির, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ জামান সজিবG
এ ছাড়া জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শামীম তালুকদার, পৌর আওয়ামী লীগের অন্যতম সদস্য সুমন খান, দেলোয়ার হোসেন, কোতয়ালী শ্রমিক লীগের আহবায়ক মো. সেলিম, সদস্য সচিব আলহাজ্ব মিঠু মিয়া।
এ সময় এলজিইডি ফরিদপুরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর