চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই নাইট গার্ডসহ ৫ জনকে গাছের সাথে বেঁধে রেখে ১১টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা নগদ টাকা, চালসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত আনুমানিক ২টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা মোড়ে।
স্থানীয়রা জানায়, শনিবার রাত আনুমানিক ২টার দিকে দেওপুরা মোড় এলাকায় ১০/১৫ জনের একদল ডাকাত দুই নাইট গার্ডকে পার্শ্ববর্তী একটি গাছের সাথে বেঁধে রাখে। এরপর গার্মেন্টস, কীটনাশক, টেলিকম ও চালের আড়ৎসহ ১১টি দোকানের তালা কেটে মালামাল ও নগদ টাকা নিয়ে যায়।
এ ব্যাপারে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, শনিবার গভীর রাতে দেওপুরা এলাকার বেশ কয়েকটি দোকানের ডাকাতির ঘটনা ঘটেছে। তবে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম