মাগুরায় আওয়ামী লীগ ও বিএনপি’র সহিংসতার ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা কাজী সানাউল হক তন্ময়কে প্রধান আসামি করে বিএনপি ও অঙ্গ-সংগঠনের ৩৬ জনের নামে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। রবিবার মাগুরা শহরের আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
এছাড়া জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, পৌর বিএনপি সভাপতি মাসুদ হাসান খান কিজিল ও জেলা ছাত্রদল সভাপতি আব্দুর রহিমকে মামলায় আসামি করা হয়েছে। মামলায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের ৩৬ জনসহ অজ্ঞাত আসামি দেখানো হয়েছে আরো ৩০০ থেকে ৪০০ জনকে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-জেলা যুব দলের সহ-সভাপতি ফিরোজ বিশ্বাস, সদর থানা যুবদলের আহ্বায়ক কুতুবুদ্দিন রানা, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক রাজা মোল্যা, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান তিতাস, স্বেচ্ছাসেবক দল মাগুরা পৌরসভার চার নম্বর ওয়ার্ড সভাপতি সাখাওয়াত হোসেন সাকু ও শ্রীপুর উপজেলা বিএনপি সদস্য দীপন হোসেন।
মাগুরায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, শনিবারের সহিংসতার ঘটনায় সৌরভ হোসেন নামে একজন ৩৬ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেছে। মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার বিকাল ৩টায় শহরের ভায়না এলাকায় এ সহিংসতার ঘটনা ঘটে। এসময় বিএনপি-যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে উভয়পক্ষের অনন্ত ১০ জন আহত হয়। এছাড়া সাতটি মোটরসাইকেলে ও একটি অটোরিকশায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি বেশ কিছু বোমা বিস্ফোরিত হয়।
বিডি প্রতিদিন/এমআই