টাঙ্গাইলের সখীপুরে পঁচিশ লক্ষ টাকা জরিমানাসহ নাজমুল হক সুজন (৩০) নামের এক বছরের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সখীপুরের দাড়িয়াপুর উত্তরপাড়া মাঝিরচালা এলাকার আব্দুস সালামের ছেলে। সোমবার সকালে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
সখীপুর থানা পুলিশ সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) মো. রুবেল মিয়া ও মো. নাজমুল জানায়, মোবাইলের কল টেকিং করে নাজমুলকে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করেছি। মামলার রায় হওয়ার পর থেকেই সে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিলো।
সখীপুর থানা ভারপ্রপ্ত র্কমকর্তা মো. রেজাউল করিম বলেন, আদালতের নির্দেশে একবছরের সাজাপ্রাপ্ত ও পঁচিশ লক্ষ টাকা জরিমানাসহ এক আসামকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ