বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাস্টার শাহ আলম নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সোমবার সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ ফজলে এলাহী ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-নিহত শাহ আলমের বাবা মোজাফ্ফর আহাম্মদ, বোন শাহনাজ বেগম, আপন ভাই আরিফ উল্লাহ ও আরিফ উল্লাহ’র স্ত্রী আসমা সিদ্দিকা।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল করিম জানান, মামলার রায় ঘোষণার সময় আরিফ উল্লাহ ও তার স্ত্রী আসমা সিদ্দিকা উপস্থিত ছিলেন। তবে অন্য দুজন পলাতক।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৯ ডিসেম্বর সকালে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মন্ডল্যাঘোণায় এ হত্যার ঘটনা ঘটে। পরে নিহতের স্ত্রী আরেফাতুন্নেছা নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় নিহতের বাবা মোজাফ্ফর আহাম্মদ, বোন শাহনাজ বেগম, ভাই আরিফ উল্লাহ ও আরিফ উল্লাহ’র স্ত্রী আসমা সিদ্দিকাকে আসামি করা হয়।
গত ১৭ আগস্ট যুক্তিতর্কের জন্য ধার্য তারিখে আসামিদের মধ্যে শুধুমাত্র আরিফ উল্লাহ ও তার স্ত্রী আসমা সিদ্দিকা আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাদের দু’জনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার রায় ঘোষণার তারিখে তাদের বান্দরবান কারাগার থেকে এনে আদালতে হাজির করা হয়।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ইকবাল করিম। আর আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট শামসুল আলম।
বিডি প্রতিদিন/আই