বিএনপি জামায়াতের দেশবিরোধী নানামুখী ষড়যন্ত্র ও নৈরাজ্য ঠেকাতে ভোলার দৌলতখান উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ সোমবার সকাল ১১টার দিকে দৌলতখান উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৌর দক্ষিণ মাথায় সড়কে বিক্ষোভ সমাবেশ শেষে কয়েক হাজার নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়কে পদক্ষিণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল ও উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বিএনপি জামায়াতের দেশ বিরোধী নানামুখী ষড়যন্ত্র ও নৈরাজ্য ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।
বিডি প্রতিদিন/এএ