একজাতের চালের নামের পরিবর্তে জিরাশাইল লিখে মোড়কজাত ও বাজারজাতকরণের অপরাধে দিনাজপুরের বোচাগঞ্জের দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি। এসময় বোচাগঞ্জ এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বোঁচাগঞ্জ সহযোগিতা করেন। সোমবার দিনাজপুরের বোচাগঞ্জের দুটি অটো রাইসমিলকে এই জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, সোমবার বাজার মনিটরিংএর অংশ হিসেবে দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য, চালের মূল্যের উর্দ্ধগতি রোধে তদারকীতে অভিযান পরিচালনা করা হয়। বোচাগঞ্জের সালেহা অটোরাইস মিলকে বিআর-২৮ চালের বস্তায় বিআর-২৯চাল মোড়কজাত ও বাজারজাত করায় মিথ্যা বিজ্ঞাপন প্রচারের অপরাধে এক লাখ টাকা এবং তুলাই অটোরাইস মিলে বিআর-২৮এর নামের পরিবর্তে জিরাশাইল লিখে মোড়কজাত ও বাজারজাতকরণের অপরাধে এক লাখ টাকাসহ দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বিডি প্রতিদিন/এএ