বর্ষার পানি নামার পথ বন্ধ করে দেওয়ায় প্রায় ৫০০ একরের এক বিশাল বিল গত কয়েক বছর ধরে অনাবাদি পড়েছিল। এতে একদিকে জলাবদ্ধতা অপর দিকে ফসল ফলাতে না পারায় চরম দুর্দশায় ছিলেন ওই এলাকার শতাধিক কৃষক পরিবার। সোমবার স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উদ্যোগ নিয়ে ওই বিল থেকে পানি নিষ্কাসনের ব্যবস্থা করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদুরচর গাম। এই গ্রামের মাঝে প্রায় ৫ শত একরের তিন ফসলি সদুরচর বিল। গত দুই দশক ধরে বিলের চারদিকে বাড়িঘর হয়ে যাওয়ায় বিলে জলাবদ্ধতা দেখা দেয়। এক পর্যায়ে বর্ষার পানি নেমে যাওয়ার জন্য বিভিন্ন পয়েন্টে ৫টি কালভার্ট তৈরি করা হয়। কিন্তু গত তিন বছর আগে স্থানীয় প্রভাবশালীরা নিজেদের ব্যক্তি স্বার্থে সবগুলো কালভার্টের মুখ বন্ধ করে দেয়। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণে বছরের বেশিরভাগ সময় অনাবাদি থাকে গোটা বিল। বিশেষ করে ভরা বর্ষায় মানুষের বাড়িঘরও পানিতে ডুবে থাকায় দুর্ভোগ চরম আকার ধারণ করে।
এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ওই ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে বিলের পানি অপসারণের ব্যবস্থা করেছেন।
স্থানীয় বাসিন্দা আবদুল খালেক চৌকিদার জানান, জলাবদ্ধতার কারণে তাদের কষ্টের সীমা ছিল না। চেয়ারম্যান সাহেব নালা কেটে পাইপ বসিয়ে বিলের পানি যাতে খালে নেমে যেতে পারে সেই ব্যবস্থা করেছেন। এতে এলাকাবাসীর খুব উপকার হবে।
ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির জানান, জলাবদ্ধতা দূর করবেন- এটি তার নির্বাচনী ওয়াদা ছিল। সেই ওয়াদা পূরণ করতে পেরে তিনি আনন্দিত।
বিডি প্রতিদিন/ফারজানা