ময়মনসিংহের ফুলপুরে সারের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার সকালে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় অতিরিক্ত মূল্যে সার বিক্রি, অবৈধ মজুদ, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না থাকা ইত্যাদি অপরাধে উপজেলার আমুয়াকান্দা বাজার ও ভাইটকান্দি বাজারসহ বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচজনকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, ইউএনও অফিসের কম্পিউটার অপারেটর জিল্লুর রহমান ও থানা পুলিশ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই