পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মৃত ব্যক্তির শরীরে পচন ধরায় তাকে শনাক্ত করা সম্ভব হয়নি।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সাগরের জোয়ারে পশ্চিমে কম্পিউটার পয়েন্ট এলাকায় মরদেহটি ভেসে আসে। পুলিশ তাৎক্ষণিক খবর পেয়ে সৈকতে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ খায়ের জানান, মৃত ব্যক্তির শরীরে পচন ধরায় তাকে শনাক্ত করা কষ্টসাধ্য। তাদের ধারণা সম্প্রতি বঙ্গোপসাগরে একাধিক ট্রলার ডুবিতে নিখোঁজ কোনো জেলের মরদেহ হতে পারে। তবে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই