বগুড়ার সারিয়াকান্দিতে ইউরিয়া, টিএসপি এবং ডিএপি সার জব্দ করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার হাটফুলবাড়ী ইউপির আমতলী গ্রামের একটি রাস্তা হতে ৯ বস্তা সার জব্দ করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম। এর মধ্যে ইউরিয়া সার ৫ বস্তা, টিএসপি ২ বস্তা এবং ডিএপি ২ বস্তা।
পরে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। ভ্রাম্যমাণ আদালতের রায়ে একজন কৃষকসহ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম বলেন, গুজবে কান দিয়ে কিছু অসাধু কৃষকরা বেশি করে সার কিনে মজুদ করছেন। এতে উপজেলায় সার সংকটের সম্ভাবনা রয়েছে। তাই এ ধরনের অভিযান উপজেলায় অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন