নাটোরের বড়াইগ্রামে গোয়াল ঘরের ইটের দেয়াল ভেঙে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আটঘড়িয়া গ্রামে সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, সাইফুল ইসলাম প্রতিদিনের মতো সোমবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে গোয়াল ঘরে গরু দুটিকে খাবার দিয়ে ঘুমাতে চলে যায়। কিন্তু রাত ৩টার দিকে ঘুম ভাঙলে ঘর থেকে বাইরে এসে গোয়াল ঘরের গরু দুটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।
এরপর গোয়াল ঘরের পেছনে গিয়ে দেখে গোয়াল ঘরের ইটের দেয়াল ভেঙে গরু দুটি চুরি করে নিয়ে গেছে চোর। অনেক খোঁজাখুঁজির পরেও গরু দুটির সন্ধান পায়নি। গরু দুটির মূল্য ২ লাখ টাকা বলে দাবি করছে মালিক সাইফুল ইসলাম। এ বিষয়ে বড়াইগ্রাম থানায় একটি চুরির মামলা করেছেন তিনি।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, গত রাতে গরু চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া চালু রয়েছে। আশা করছি, দ্রুত চোর চক্রকে আটক করতে সক্ষম হবো।
বিডি প্রতিদিন/এমআই