টাঙ্গাইলের সখীপুরে স্কুল মাঠের জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় নারী ও শিক্ষার্থীসহ ১৫জন আহত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ের মাঠ নিয়ে ওই বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত হয়ে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন, খলিলুর রহমান (২২), আবু হানিফ (৩৪), নূরজাহান (৪০), কমলা খাতুন (৪২), খোদেজা বেগম (৪৫), নাছিমা আক্তার (৪০), আলহাজ উদ্দিন (৪২), মঈনুল ইসলাম (৩২), শিক্ষার্থী রাকীব (১৩) ও রাশিদুল (১৬)। এছাড়া আমিনা আক্তার (৩০),মরিয়ম (৪০), পারভীন (২৮), নুরুল ইসলাম (৭০) ও সজীব (২২) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়। এ ঘটনায় পৃথকভাবে সখীপুর থানায় দুটি লিখিত অভিযোগ দিয়েছে বলে জানায় পুলিশ।
বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের ব্যবহৃত মাঠের জমি নিজেদের দাবি করে আদালতে মামলা করলে গত ২৪ জুলাই সেই জমি স্থানীয় নুরুল ইসলাম গংদের বুঝিয়ে দেয় আদালত। এ ঘটনায় মাঠ রক্ষার দাবিতে স্কুল কর্তৃপক্ষ কয়েক দফায় শালিশি বৈঠক ও মানববন্ধন করে। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে স্কুল কর্তৃপক্ষ আরেকটি মানববন্ধন করার চেষ্টা করলে দুই পক্ষের সাথে সংঘর্ষ বাঁধে।
নুরুল ইসলাম বলেন, ‘দীর্ঘ ৪৪ বছর মামলা করে এক মাস আগে আদালতের নির্দেষে ৩৬৮ শতাংশ জমি আমাদের বুঝিয়ে দিয়ে যায় কোর্টের ম্যাজিস্ট্রেট। বুঝিয়ে দেয়া জমিতে কয়েক শত গাছ লাগিয়েছি। চারটি টিনের ঘর দিয়েছি আমি ও আমার ভাই-ভাতিজারা। সেই জমি স্কুলের নাম করে জোরপূর্বক দখলে নিতে আসে সংঘবদ্ধ একটি চক্র। এ সময় আমাদের পরিবারের ১১ জনকে লাঠিসোঠা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তারা। আমাদের নতুন চারটি টিনের ঘর ভেঙে নিয়ে যায় এবং কয়েকশত গাছের চারা তুলে ফেলে তারা। এ বিষয়ে ১৪ জনের নাম উল্লেখ করে সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
স্কুলের প্রধান শিক্ষক সাদিকুর রহমান বলেন, স্কুলের মাঠ রক্ষার দাবিতে শিক্ষার্থীদের নিয়ে একটি মানববন্ধন করতে যাওয়ার সময় স্থানীয় নুরুল ইসলাম গংদের সাথে প্রথমে ধক্কাধাক্কি পরে হামলার ঘটনা ঘটে। আমার দুই শিক্ষার্থী, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় এক পথচারীসহ চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে সখীপুর থানায় একটি অভিযোগ করেছি।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, এ ঘটনায় পৃথকভাবে দুটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/নাজমুল