বাগেরহাটের মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কেন্দ্র ঘোষিত বিএনপির এই সমাবেশ পণ্ড হয়ে যায়।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি ও ভোলায় ছাত্রদলের দুই নেতাকে হত্যার প্রতিবাদে সোমবার সমাবেশের আয়োজন করেছিল বিএনপি।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম জানান, সোমবার সকালে মোংলা পৌর বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। মোংলায় বিএনপির কর্মসূচিকে ঘিরে সোমবার সকাল থেকে মাদ্রাসা রোডসহ শহরের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। মোংলা থানা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাদের বাড়ি থেকে বের হতে দেয়নি পুলিশ।
তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা যাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় আসতে না পারে, সেজন্য পুলিশ মোড়ে মোড়ে ব্যারিকেট দিয়ে সমাবেশ পণ্ড করে দেয়। যুবদল ও ছাত্রদলের দুজনকে গ্রেফতার করা হয়। রবিবার রাতভর মোংলা পুলিশ বিএনপির নেতাদের গ্রেফতারে বাড়িতে বাড়িতে তল্লাশি চালায়। এসময় ভয়ভীতি প্রদর্শনসহ পুলিশের মারধরে পাঁচ নেতাকর্মী আহত হয়। আহত নেতাকর্মীদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, মোংলা সদরে সোমবার সকালে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় কর্মসূচি থাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়। আটক বিএনপির দুইজনকে নাশকতার মামলায় আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই