খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, দেশে সাম্প্রদায়িক অপশক্তি রাজাকার আল-বদরের দোসরা এখনো তৎপর রয়েছে। এই অপশক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে কুক্ষিগত করেছিল। তারা বাংলাদেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। মুক্তিযুদ্ধের ইতিহাস নিশ্চিহ্ন করতে উঠেপড়ে লেগেছিল।
সোমবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা বাজার বণিক সমিতি উদ্যোগে চৌরাস্তার মোড়ে ১৫ আগস্ট ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান প্রধান অতিথির বকএব্য খুলনা সিটি মেয়র এসব কথা বলেন।
ভাগা বাজার ভাগা বাজার বণিক সমিতির সভাপতি হাজী আ. হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোল্লা আ. রউফ, খুলনা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অসিত বরণ বিশ্বাস, রামপাল উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ মোতাহার রহমান, রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি সায়েরা বেগম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন দুলাল, ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএম