কুড়িগ্রাম স্টেডিয়ামে শুরু হয়েছে তিন দিনব্যাপী স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতা। ‘মার্কস অ্যাক্টিভ স্কুল চেজ চ্যাম্প’ নামে এই খেলার আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় ও কুড়িগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় জেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৪ জন শিক্ষার্থী সুইসলীগ পদ্ধতিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু ও জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেন প্রমুখ।
অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, রিভারভিউ উচ্চ বিদ্যালয়, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল ও ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিডি প্রতিদিন/এমআই