জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় দুই ছাত্রদল নেতার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি।
সোমবার বিকালে সদর উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ বের করা হয়। বিক্ষোভটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো আগের স্থানে এসে শেষ হয়। বিক্ষোভে জেলা-উপজেলা-ইউনিয়নসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা অংশ নেয়।
বিক্ষোভ শেষে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, সদর উপজেলা বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত রকন উদ্দিন ভূইয়া ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই