নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিএনপির একটি সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। সোমবার উপজেলার গাজীর হাট মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিএনপির মিছিলে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন। তবে তিনি দুই পক্ষের সংঘর্ষে ৩/৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন।
এদিকে, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান কানন অভিযোগ করেন, বিএনপির হামলায় তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ১২ নেতাকর্মীসহ মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এমআই