ময়মনসিংহের ফুলপুরে সারের কোনো ক্রাইসিস নেই। তাই কেউ কৃষকদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে সারের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার।
সোমবার দুপুরে উপজেলার সার ও বীজ ব্যবসায়ী বিসিআইসি ডিলার, বিএডিসি ডিলার ও খুচরা সার বিক্রেতাদের নিয়ে আয়োজিত সভায় একথা জানিয়েছেন ইউএনও।
ইউএনও শীতেষ চন্দ্র সরকার বলেন, কৃষি বান্ধব এ সরকার মোটা অঙ্কের টাকা ভর্তুকি দিয়ে সারের দাম কমিয়ে দিয়েছে। কাজেই ট্রান্সপোর্ট কস্টের দোহাই দিয়ে সারের বাড়তি দাম রেখে কৃষকদেরকে কেউ কষ্ট দিবেন না। বাজারে সার নেই বলে রিউমার বা প্রপাগাণ্ডা ছড়িয়ে কৃষকদের মাঝে কেউ আতঙ্ক সৃষ্টি করবেন না। পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে। কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ব্যবসায়ীদের কোনো রকম সিন্ডিকেট না করতে, ক্যাশ মেমোতে কম লিখে বেশি দাম না রাখতে, সার ও বীজের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে রাখতে, স্টক রেজিস্ট্রার মেইনটেইন করতে, এরাইভাল রিপোর্ট দিতে, সাব-ডিলার নিয়োগ না দিতে ও কৃষকদের নিকট থেকে সরকার নির্ধারিত মূল্যের অধিক দাম না রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, ফুলপুর বিসিআইসি ডিলার এসোসিয়েশনের সভাপতি গোলাম মর্তুজা লাল মিয়া তালুকদার, বিএডিসি ডিলার শাহ মোহাম্মদ আলী, ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইটকান্দি ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আহমেদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন