যশোর শহরের আশ্রম মোড় এলাকায় হোসনে আরা রশনি (৫২) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঘরের তালা ভেঙে বক্সখাটের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রশনি ওই এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের স্ত্রী।
প্রতিবেশী ফিরোজা আক্তার জানান, রশনির এক ছেলে মুন্তাসিমুর রহমান আমেরিকায় থাকেন, মেয়ে রাশনা মাহতাব মুনা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন। যশোরের বাড়িতে হোসনে আরা রশনি একাই থাকতেন। সোমবার রশনির বৃদ্ধ মা তাকে ফোনে না পেয়ে বিকেলে মেয়ের বাড়িতে গিয়ে ঘর বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। এসময় তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা সেখানে যান ও পুলিশে খবর দেন।
পরে পুলিশ গিয়ে তালা ভেঙে বক্সখাটের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রশনির মরদেহ তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রশনিকে গলা কেটে হত্যার পর বক্সখাটের ভেতরে মরদেহ লুকিয়ে রেখেছিল।
বিডি-প্রতিদিন/শফিক