ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বনগজ গ্রামে গতকাল সোমবার সন্ধ্যায় পানিতে ডুবে ইলমা ও সামিয়া নামে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।
ইলাম ওই গ্রামের মো. জুয়েল মিয়া ও সামিয়া একই গ্রামের নূরুল ইসলামের মেয়ে। হাসপাতাল ও প্রতিবেশী সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জহর মিয়া নামে এক প্রতিবেশী ও হাসপাতাল সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, বাড়ির পাশের একটি গর্তে ওই দুই শিশু ডুবে মারা যায়। কিভাবে তারা ডুবেছে সে বিষয়টি কেউ বলতে পারছে না। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর