নেত্রকোনায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে পুলিশর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ৫শ’ নেতাকর্মীকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ শুক্রবার পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে। নেত্রকোনা মডেল থানার এসআই খন্দকার আল মামুন বাদী হয়ে মামলাটি করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার শহরের ছোট বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা সড়কে মিছিল বের করলে পুলিশ বাঁধা দেয়। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর ইটপাটকেল, টিয়ারসেল, রাবার বুলেটে পুলিশের সাতজনসহ মোট ১৬ জন আহত হন। ওইদিনই পুলিশ ১২ জনকে আটক করে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, মামলায় ৩৩ জনের নাম উল্লেখসহ পাঁচশতজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত আমরা ১৩ জনকে গ্রেফতার করেছি। গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, তাদের কেউ বাধা দেয়নি। তারা কর্মসূচি করবে করুক। কিন্তু সাধারণ মানুষের চলাচলের একমাত্র সড়ক অবরোধ করে ফেলেছে। সেটিতে আমরা বাধা দিয়েছি। আর এই বাধা দিতেই তারা পুলিশের ওপর আক্রমণ চালায়। পুরো সড়ক তারা রণক্ষেত্রে পরিণত করে। এতে সাধারণ মানুষও আহত হতে পারত। যে কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা টিয়ারশেল নিক্ষেপ করি।
এদিকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘বিনা উসকানিতে পুলিশ আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা শান্তিপূর্ণ একটি প্রতিষ্ঠাবার্ষিকী করতে চেয়েছিলাম। এতে আমাদের নেতাকর্মীদেরই পিটিয়ে উল্টো মামলা দিয়েছে। বাড়িঘরে তল্লাশি করছে। কার কার নামে মামলা দিয়েছে, এখনো জানি না।’
বিডি-প্রতিদিন/জুনাইদ আহমেদ