বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গুলি চালিয়ে ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। জনতার শক্তি অপ্রতিরোধ্য। আন্দোলনে গণজোয়ার সৃষ্টি হয়েছ। এই গণজোয়ারে সরকার ভেসে যাবে।
শুক্রবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমরান সালেহ প্রিন্স।
ত্রিশাল পৌর বিএনপির আহ্বায়ক গোলাম রাব্বানী বাদলের সভাপতিত্বে দরিরামপুরে বিএনপি কার্যালয় প্রাঙ্গণে সম্মেলন উদ্ধোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন।
এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এড. ওয়ারেস আলী মামুন।
এ সময় এমরান সালেহ প্রিন্স আরও বলেন, বেগম খালেদা জিয়াকে দয়া দেখানোর প্রয়োজন নাই, ভ্যানিটি ব্যাগ থেকে বন্দী গণতন্ত্র, আইনের শাসন ও রাজনীতি মুক্ত করে দেন তাহলেই বেগম খালেদা জিয়ার মুক্তি সুনিশ্চিত হবে।
এড. ওয়ারেস আলী মামুন বলেন, ৪৪ বছরে বিএনপি জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থনে গণমানুষের প্রিয় দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকার বিএনপির রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ভয় পায়। সে কারণে তারা ফ্যাসিবাদী আচরণ করছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন