বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ওই বিক্ষোভ মিছিলটি সিডষ্টোর বাজারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করে দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় হবিরবাড়ি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর কবিরের পরিচালনায় বক্তব্য রাখেন, হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ বি এম আফরোজ খান আরিফ ও এ বি এম ছিদ্দিক, হবিরবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন মাষ্টার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু সাইদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণ, আওয়ামী লীগ নেত্রী মাহমুদা সুলতানা মুন্নি, জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নয়ন, ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক নাজমুল হোসেন। এ সময় আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ