সারাদেশে অন্যায়-অবিচার বেড়ে গেছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৩৫ লাখ মামলা দায়ের করা হয়েছে। দেশে গণতন্ত্র নেই, জবাবদিহিতা নেই।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিক্ষোভ সমাবেশ শেষে এক জনসভায় বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এসব কথা বলেন।
বিএনপি এই নেতা বলেন, গণতন্ত্রের পথ অনেক কষ্টের। ফরাসি বিপ্লব থেকে রুশ বিপ্লবসহ ইতিহাসের দিকে তাকালে বোঝা যায়– সাধারণ মানুষকে অধিকার আদায় করে নিতে হয়েছে।
এর আগে দ্রব্যমূল্য বৃদ্ধি, নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পুলিশের গুলিতে যুবদলকর্মী শাওনের মৃত্যুর প্রতিবাদ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমিরের নেতৃত্বে শুক্রবার বিকেলে এই সমাবেশ তেঁতুলিয়া মুক্তিযোদ্ধা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মুক্তিযোদ্ধা চত্বরের মুক্ত মঞ্চের সামনে বিক্ষোভ শেষ হয়। উপজেলা বিএনপি আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মীরা অংশ নেয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম কাচ্চু, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহদাত হোসেন রঞ্জুসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল