ঢাকার ধামরাইয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল করেছে।
ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিনের নেতৃত্বে আজ শনিবার সকালে এই বিক্ষোভ মিছিল বের হয়। এসময় পুলিশ প্রথমে তাদের বাধা দেয়। সেই বাধা উপেক্ষা করে আবার মিছিল শুরু করলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে মিছিল ছত্রভঙ্গ করে দেন।
পরে বিএনপির নেতাকর্মীরা ধামরাই সীমা সিনেমার দক্ষিন পাশে সমাবেশ করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক খন্দকার আবু আশফাক, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, সিনিয়র সহসভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামসহ অনেকেই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ