বিএনপি ও জামায়াতের নৈরাজ্য ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে রাঙামাটি জেলা যুবলীগের নেতাকর্মীরা। শনিবার বেলা সাড়ে ১১টায় রাঙামাটি পৌরসভা চত্বরে সংগঠনটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মো. কাজল, পৌর আওয়ামী লীগের সদস্য মো. জামাল উদ্দীন ও ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রোকনুর জামান রোকন।
পরে পৌর চত্বর থেকে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কোর্ট বিল্ডিং এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে জেলা যুবলীগ, পৌর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই