রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর ঈদগাহ মাঠের পাশ থেকে জিহাদ (১৪) নামে কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জিহাদ ফরিদপুর জেলার সদর উপজেলার ঈশান গোপালপুর গ্রামের জসিম উদ্দীনের ছেলে।
নিহতের স্বজনদের দাবি, জিহাদকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে। দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহত জিহাদের স্বজনেরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মরদেহের গলায় ও নাকে আঘাতের চিহ্ন হয়েছে বলে জানায় স্থানীয়রা।
কালুকালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ