বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্য’, ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ও ‘পুলিশের ওপর হামলা’র প্রতিবাদে আওয়ামী যুবলীগের চেয়ারম্যানের নির্দেশে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবলীগ।
শনিবার বৈরি আবহাওয়া উপেক্ষা করে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে.এম ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সালেহ আহম্মদ, শ্রম বিষয়ক সম্পাদক নূর হোসেন চৌধুরী, উপ দপ্তর সম্পাদক নুরুল আজম, পৌর যুবলীগের সভাপতি মানিক পাটোয়ারী, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
বক্তারা দেশবিরোধী বিএনপি-জামাআতের নৈরাজ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের তাণ্ডব ও পুলিশের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীদের সতর্ক ও প্রতিরোধ করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/ফারজানা