ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদের সার্বিক বিষয়াদি নিয়ে মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভার কার্যক্রম শুরু হয়।
উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান এম হাকিম আহমেদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র কাজী আশরাফুল আজম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবি কালু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. বনি আমিন, শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামসহ সকল দপ্তরের প্রধানগণ ও সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ।
এর আগে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র শৈলকূপা অফিসের মাধ্যমে ২ জন প্রতিবন্ধীকে ২টি হুইলচেয়ার প্রদান করা করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর