বরিশাল নগরীর চাঁদমারী এলাকায় আওয়ামী লীগ দলীয় কাউন্সিলর অনুসারীদের সঙ্গে বিএনপি সমর্থকদের সাথে সংঘর্ষ হয়েছে। এতে এক নগর গোয়েন্দা পুলিশ সদস্য ও স্থানীয় বিএনপি কর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চাঁদমারী চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম মো. কামরুল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের অনুসারী সিদ্দিকুর রহমান তার সহযোগীদের নিয়ে স্থানীয় বিএনপি নেতা কামরুলের উপর হামলা চালায়। এসময় কামরুলের সর্মথকরা প্রতিরোধের চেষ্টা করে।
হামলাকারীরা সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ সদস্য মো. কামরুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা মো. জলিল ও ফরিদা বেগমসহ ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৬ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয় বলে জানান শের-ই-বাংলা মেডিকেল ইএমও ডা. কবির হোসেন।
এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করতে পারেনি তারা। এ ঘটনার যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আজিমুল করিম।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ