গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের জুয়েলের বাড়ির ছাদে এ ঘটনা ঘটে। নিহত কিশোর সিফাতুল (১৪) নেত্রকোনা দুর্গাপুর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। আহতরা হলেন- একই এলাকার মমিন মিয়ার ছেলে রিফাত (১৩) ও মো. বাচ্চু মিয়ার ছেলে মারুফ (১৭)।
জানা যায়, বাবার সাথে অভিমান করে মারুফ তার বন্ধু সিফাতুলের ভাড়া বাসায় গিয়ে রাতে ঘুমায়। সকালে ঘুম থেকে উঠে বাসার ছাদে হাটার সময় অসাবধানতা বশত বিদ্যুতের সঞ্চালিত তারে হাত পড়ে সিফাতুলের। পড়ে তাকে কাপতে দেখে তার বন্ধু মারুফ উদ্ধার করতে এলে সেও বিদ্যুতায়িত হয়। এ সময় রিফাত চিৎকার করে তাদের উদ্ধার করতে এলে সেও বিদ্যুতায়িত হয়। পরে বাড়ির অন্যান্য লোকজন দৌড়ে এসে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বিদ্যুৎ বন্ধ করে। গুরুতর দু’জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং একজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সিফাতুলের অবস্থা অবনতি হলে তাকে ময়মনসিংহ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে স্থানীয়রা নিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম