'আলোকিত পথের সন্ধানে' এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলায় 'নকলা পাঠাগার' নামে বেসরকারী উদ্যোগে পাঠাগারের যাত্রা শুরু হয়েছে। আবু শরীফ কামরুজ্জামান নামে একজন প্রবাসী ও স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সেচ্ছাসেবক কজন যুবকের উদ্যোগে শনিবার বিকেলে নকলা উপজেলা পরিষদ হলরুমে একটি বড় পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নজরুল গবেষক ড. সৌমিত্র শেখর। পাঠাগার পরিচালনা পরিষদের সদস্য এফ এম কামরুল আলম রঞ্জুর সভাপতিত্বে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন নকলা উপজেলার চেয়ারময়ান শাহ্ মো. বোরহান উদ্দিন, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্না, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান সায়োয়ার আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, শিক্ষাবিদ, বীর মুক্তিযুদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠান উপস্থাপনা করেন, শামিমা নাসরিন রুমি খান। পরে অতিথিরা পাঠাগারের গেইটে ফিতা কেটে উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/হিমেল