সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন।
খায়রুল কবির রুমেন সুনামগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের দায়িত্বে আছেন।
শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেয়া হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন রুমেনের ছোট ভাই ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন।
খায়রুল কবির রুমেন দলীয় মনোনয়ন পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন তার অনুসারীরা।
এদিকে, গত নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী ও বর্তমান জেলা পরিষদের প্রশাসক নূরুল হুদা মুকুট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মুকুট সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
নূরুল হুদা মুকুট বলেন, আমাদের দলীয় প্রার্থী রুমেনকে আমি অভিনন্দন জানাই। তবে যেহেতু নির্বাচনে বিরোধী দল নাই, তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের স্বার্থে নির্বাচনে অংশ নেব। আমি মাঠে আছি, মাঠে থাকব।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন