লক্ষীপুরের কমলনগরে কাভার্ডভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ দু’জন নিহত হয়েছেন। এসময় আরও এক যাত্রী আহত হয়েছেন। তাকে মূমুর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে লক্ষীপুর-রামগতি আঞ্চলিক সড়কে কমলনগর ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ। নিহতরা হলেন নিহতরা হলেন আরিফ হোসেন (২১) ও জাকির হোসেন (২৫)। আরিফ উপজেলার চরজাঙ্গালিয়া এলাকার মো. সেলিমের ছেলে ও জাকির একই এলাকার হাফিজ উল্যার ছেলে।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান দু’জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে। আহত নারীকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ার সময় মিয়ারবেড়ী এলাকা থেকে জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক