সারাদেশে ন্যায় চাঁদপুর সদর উপজেলায় ৫ দফা দাবিতে কর্মবিরতি পালন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সোমবার থেকে বুধবার উপজেলায় প্রতিদিন সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। যা ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত চলবে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী পরিষদ কর্তৃক দাবিসমূহ হলো - দুর্যোগ ব্যবস্থাপনা আইন- ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্য পদ পদোন্নতি/ চলতি দায়িত্ব/ নিয়োগের মাধ্যমে পূরণ।
কর্মবিরতি পালনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী মো. কামরুল ইসলাম, কার্য সহকারি কেশব চন্দ্র দাস ও নাছির আহমেদ এবং অফিস সহায়ক শরিফুল ইসলাম।
বিডি প্রতিদিন/ফারজানা