মাদারীপুরের রাজৈরে এক ব্যবসায়ীর বাড়িতে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের সদস্যরা স্বর্ণালংকার, টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বুধবার সকালে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার থেকে জানা গেছে, রাজৈর উপজেলার আলমদস্তার দক্ষিণপাড়া গ্রামের গরুর খামারি ব্যবসায়ী রবিউল মোল্লা বেশ কয়েক বছর আগে তাদের পুরনো বাড়ি ছেড়ে কিছুটা দূরে একটি ফাঁকা জায়গায় বাড়ি করে বসবাস করে আসছিলেন। ওই বাড়িতে বুধবার দিবাগত রাত ২টার দিকে একদল সশস্ত্র ডাকাত ঘরের টিনের বেড়া খুলে ঘরে প্রবেশ করে।
এরপর সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ঘরে থাকা নগদ ১ লাখ ৫২ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে দাবি ভুক্তভোগী পরিবারের। এসময় ডাকাতদলের সদস্যরা একটি রামদা ফেলে যায়।
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডি প্রতিদিন/এমআই