ফেনী-১ আসনের সংসদ সদস্য ও সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র করে লাভ নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
বুধবার ফেনীর ছাগলনাইয়ায় ঘোপাল ইউনিয়নে মাজম আলী ভূঁইয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব ছাগলনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিরীন আখতার বলেন, কালোবাজারি, মজুদ কারবারিরা হুঁশিয়ার। জিনিসপত্রের দাম অহেতুক বাড়িয়ে বাড়তি মুনাফা অর্জনের চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে।
ঘোপাল ইউনিয়নের মাজম আলী ভূঁইয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে মহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন স্বপন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান মোল্লা প্রমুখ।
অপরদিকে পৌরসভার পূর্ব ছাগলনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক ও পৌর কাউন্সিলর মুন্সি নুর হোসেনসহ জাসদের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই