সারাদেশে দলীয় নেতাকর্মীদের উপর হামলা ও মামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ রবিবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাব চত্ত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শহর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, বিএনপি নেতা আতাউর রশিদ বাচ্চু, মিজানুর রহমান মিনান।
এসময় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ সেলিম মিয়া, মহিলা নেত্রী নাজরিন রহমান, সফিকুল ইসলাম রানু, ভিপি সেলিম, মামুনুর রশিদ, হাজ্জাজ ইউসুফ, মুরাদ হোসেন, মাসুদ মোল্লা, নিতাই রায়, শাহিরিয়ার শিথিল প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ